জমজমাট কেনাকাটা বিকাশ পেমেন্টে

প্রকাশ : ২৮ জুন ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

উৎসবের কেনাকাটা মানেই বিকাশ পেমেন্ট। কয়েক বছর ধরে সারাদেশের মানুষের উৎসবের কেনাকাটার সঙ্গী হয়ে উঠেছে বিকাশ। এবার স্টেডিয়ামে বসে লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, জুলিয়ান আলভারেজ, এমি মার্টিনেজদের নিয়ে গড়া বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় দলের খেলা সরাসরি দেখার সুযোগের কারণে বিকাশ পেমেন্ট পেয়েছে নতুন মাত্রা। গত ৮ জুন ২০২৩ থেকে শুরু হয়ে ২৮ জুন পর্যন্ত চলা ঈদের কেনাকাটায় সর্বোচ্চ পেমেন্ট করে এ সুযোগ নিতে পারবেন বিকাশ গ্রাহকরা। তিন সপ্তাহব্যাপী চলা ক্যাম্পেইনে প্রতি সপ্তাহে সাতজন করে মোট ২১ জন সর্বোচ্চ পেমেন্টকারী পাবেন আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ। সৌভাগ্যবান বিজয়ীদের বিমান টিকিট, হোটেলে থাকার খরচ বিকাশের পক্ষ থেকে বহন করা হবে। খেলার তারিখ, প্রতিপক্ষ, ভেন্যুসহ বিস্তারিত তথ্য পরে বিজয়ীদের জানিয়ে দেওয়া হবে। ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক একবারই বিজয়ী হতে পারবেন। গত বছরের ধারাবাহিকতায় এবারো ঢাকা ও চট্টগ্রামের ১১টি পশুর হাটে সব ধরনের ডিজিটাল পেমেন্টের মাধ্যমে কেনা যাচ্ছে কোরবানির পশু। বাংলাদেশ ব্যাংক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট উদ্যোগে ঢাকা ও চট্টগ্রামের এই হাটগুলোতে সহজেই বিকাশ পেমেন্টে কোরবানির পশুর মূল্য ও হাসিল পরিশোধের সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।