নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে

বললেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল শনিবার খুলনা শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট ভাঙতে সরকার কাজ করছে। অনেক বছর ধরে সিন্ডিকেট কাজ করছে, যার ফলে ভাঙতে সময় লাগছে। কিন্তু সরকার চেষ্টা করে যাচ্ছে।

মন্ত্রী আরো বলেন, ১ কোটি পরিবারকে সাশ্রয়ী দামে খাবার দেয়া হচ্ছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে মানুষকে সাহায্য করার জন্য। এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক, রোটারি ক্লাবের জেলা গভর্নর মো. আশরাফুজ্জামান নান্নু প্রমুখ।