ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

একশপের তথ্য

আশানুরূপ হয়নি অনলাইনে কোরবানির পশু বিক্রি

আশানুরূপ হয়নি অনলাইনে কোরবানির পশু বিক্রি

এবারের ঈদুল আজহায় অনলাইনের মাধ্যমে পশু বিক্রি আশানুরূপ হয়নি। অনলাইন মাধ্যমগুলোতে এবার ৮০০ কোটি টাকার পশু বিক্রির লক্ষ্যমাত্রা থাকলেও হয়েছে প্রত্যাশার অর্ধেকের কিছু বেশি। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অ্যাস্পায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্পের ই-কমার্স উদ্যোগ একশপের তথ্যমতে, ঈদের আগের দিন অর্থাৎ, ২৮ জুন বিকাল ৫টা পর্যন্ত অনলাইন মাধ্যমগুলোতে সরাসরি ৪২২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ২৫৭ টাকার পশু বিক্রি হয়েছে। এ সময় গরু, ছাগল, ভেড়া ও মহিষ মিলিয়ে বিক্রি হয়েছে ৫৬ হাজার ৮২১টি পশু। ২০২১ ও ২০২২ সালে অনলাইনে যথাক্রমে ২ হাজার ৭০০ কোটি এবং ১ হাজার কোটি টাকার পশু কেনাবেচা হয়। একশপের উদ্যোগ ‘ডিজিটাল হাট’। এর সঙ্গে যুক্ত অনলাইন মাধ্যমগুলোতে সরাসরি বিক্রির হিসাব বিবেচনায় রেখে এই তথ্য প্রস্তুত করা হয়। অর্থাৎ, অনলাইন মাধ্যমগুলোতে ডিজিটালভাবে মূল্য পরিশোধের মাধ্যমে কেনাবেচা হওয়া পশুর তথ্যচিত্র এটি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত