ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্যাংকিং খাত

সরকারের ঋণ ১ লাখ ২৩ হাজার কোটি

সরকারের ঋণ ১ লাখ ২৩ হাজার কোটি

সদ্য বিদায়ি অর্থবছরের শুরু থেকেই ব্যাংক থেকে বেশি হারে ঋণ নিচ্ছিল সরকার। বাণিজ্যিক ব্যাংকগুলো নগদ টাকার সংকটে থাকায় বাংলাদেশ ব্যাংককেই জোগান দিতে হয়েছে এই ঋণ। প্রথম দিকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আগের নেওয়া ঋণ ফেরত দিয়েছে সরকার। তবে অর্থবছরের শেষ দিকে এসে কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সরকারকে ঋণের জোগান দিয়েছে বাণিজ্যিক ব্যাংকও। বাংলাদেশ ব্যাংক থেকে পাওয়া সর্বশেষ হিসাব বলেছে, গত ২২ জুন পর্যন্ত সরকারের নেওয়া নিট ঋণের পরিমাণ ছিল ১ লাখ ২২ হাজার ৬৭৬ কোটি টাকা। ৩০ জুন পর্যন্ত হিসাব হালনাগাদ হলে ঋণের পরিমাণ আরো বাড়বে। অথচ ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে ব্যাংকিং খাত থেকে সরকারের মোট ঋণের লক্ষ্য ছিল ১ লাখ ১৫ হাজার কোটি টাকা। বিদায়ি ২০২২-২৩ অর্থবছরের মূল বাজেটে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকা এবং সঞ্চয়পত্র থেকে ৩৫ হাজার কোটি টাকা এবং অন্যান্য খাত থেকে ৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার কথা। তবে পরে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা সংশোধন করে ১ লাখ ১৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। তবে অর্থবছর শেষ হওয়ার আগেই এর চেয়ে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা বেশি ঋণ নিয়েছে সরকার। অন্যদিকে চলতি ২০২২-২৩ অর্থবছরে সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। যদিও অর্থবছরের ১০ মাসে রাজস্ব আহরণ হয়েছে মাত্র ২ লাখ ৫০ হাজার কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার মাত্র ৬৭ শতাংশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত