ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যাংক এখন ভারতে

বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যাংক এখন ভারতে

গতকাল ১ জুলাই থেকে একীভূত হয়েছে ভারতের হাউজিং ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (এইচডিএফসি) ও এইচডিএফসি ব্যাংক লিমিটেড। এই একীভূতকরণের ফলে এইচডিএফসির মোট ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৪১ লাখ কোটি রুপি, আর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ১৪ লাখ কোটি রুপি। বাজারমূল্যের দিক থেকে এইচডিএফসি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যাংক। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এই একীভূতকরণের মধ্য দিয়ে মোট ব্যবসার দিক থেকে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) পর দ্বিতীয় স্থানে চলে যাবে এইচডিএফসি। এসবিআইয়ের মোট ব্যবসার পরিমাণ ৭০ দশমিক ৩০ লাখ কোটি রুপি। তবে ২০২২-২৩ অর্থবছরে এই দুই কোম্পানির সম্মিলিত মুনাফা এসবিআইয়ের চেয়ে বেশি। গত অর্থবছরে কোম্পানি দুটির সম্মিলিত মুনাফা ছিল ৬০ হাজার কোটি রুপি, যেখানে এসবিআইয়ের মুনাফা ছিল ৫০ হাজার ২৩২ কোটি রুপি। বাজারমূল্যের দিক থেকে এইচডিএফসি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ব্যাংক। তার আগে আছে শুধু জেপি মর্গ্যান চেজ, আইসিবিসি ও ব্যাংক অব আমেরিকা। শুধু তাই নয়, একীভূতকরণের পর নতুন ব্যাংক ৮ হাজার ৩০০টি শাখা থেকে প্রায় ১২ কোটি গ্রাহককে পরিষেবা দেবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত