গত কয়েক দিন ধরে দেশে সবচেয়ে আলোচিত বিষয় কাঁচামরিচের দাম। কোথাও কোথাও নিত্যপণ্যটির কেজি হাজারের উপরে চলে যায়। দামের এই লাগামহীন ঊর্ধ্বগতির মধ্যে সরকার কাঁচামরিচ আমদানি বাড়িয়ে দেয়। এই খবর শুনেই হুহু করে নিত্যপণ্যটির দাম কমাতে থাকেন বিক্রেতারা। মাত্র এক দিনের ব্যবধানে এখন কাঁচামরিচ রাজধানীর বাজারে ২০০ কাটায় চলে এসেছে। গতকাল সোমবার
রাজধানীর কারওয়ান বাজারে প্রতিকেজি দেশি মরিচ ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রাজধানীর অন্যান্য বাজারেও নিত্যপণ্যটির কেজি ২০০ টাকা বা এর কিছু বেশি। বিক্রেতারা বলছেন, ভারতের মরিচ দেশের বাজারে প্রবেশ করায় দেশি মরিচ তারা কম দামে দিয়ে দিচ্ছেন। কারণ পচনশীল এ পণ্যটি বিক্রি না করলে লোকসান গুনতে হবে তাদের। এদিকে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির উপ-পরিচালক মাসুম আরফিন বলেন, সম্প্রতি কাঁচামরিচের দাম বৃদ্ধি হওয়াতে আমরা বাজার মনিটরিং শুরু করেছি। এরই অংশ হিসাবে আজকের অভিযান। এ সময় বেশি দামে কাঁচামরিচ বিক্রি করায় কারওয়ান বাজারে আট ব্যবসায়ীকে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে একজনকে ৫০০ টাকা। বাকিদের এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। কোরবানির ঈদের দুই সপ্তাহ আগেও রাজধানীতে কাঁচামরিচ কেজি বিক্রি হয়েছিল ১২০ থেকে ১৪০ টাকা। ঈদের আগে তা বেড়ে দাঁড়ায় ৩০০ থেকে ৪০০ টাকায়। এরপর থেকে দাম আর কমেনি, বরং লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এমনকি দেশের কোথাও কোথাও ১২০০ টাকা কেজিতে কাঁচামরিচ বিক্রির খবর পাওয়া গেছে। কাঁচামরিচের এতো বেশি দাম আগে কেউ কখনো দেখেনি। কাঁচামরিচের বাজার স্বাভাবিক করতে আমদানির ওপর জোর দেয় কৃষি মন্ত্রণালয়। ঈদের ছুটির পর গত রোববার বিকেল ৫টা পর্যন্ত দেশে ৫৫ টন কাঁচামরিচ এসেছে বলে জানায় কৃষি মন্ত্রণালয়। রাতে আরো আসার কথা জানায়। এখন পর্যন্ত ৩৬ হাজার ৮৩০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি দেওয়া হয়েছে এবং দেশে মোট ৯৩ টন এসেছে বলে জানায় মন্ত্রণালয়। আমদানির সব মরিচ দেশে এলে বাজার স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। দেশের কৃষকরা যাতে ন্যায্য দাম পান, সেজন্য গত বছরের ২৪ আগস্ট থেকে কাঁচামরিচ আমদানি বন্ধ ছিল। কিন্তু দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার কারণে ১০ মাস পর সম্প্রতি আমদানির অনুমতি দেয় সরকার। তবে আমদানি সত্ত্বেও বাজার নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। অবশেষে আমদানির পরিমাণ বাড়ানোর ফলে আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার পথে কাঁচামরিচের বাজার।