গোপনে ঢাকা ঘুরে গেলেন জ্যাক মা

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সম্প্রতি ঢাকা সফর করেছেন। ঢাকা হয়ে বিশেষ ফ্লাইটে নেপাল যান জ্যাক মা। এরপর পাকিস্তানও সফর করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড নেপালের ইমিগ্রেশন দপ্তরের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ঢাকা হয়ে একটি বিশেষ ফ্লাইটে করে গত ২৭ জুন কাঠমান্ডুর ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জ্যাক মা। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক ঝালাক্রাম অধিকারী নিশ্চিত করেছেন, গত মঙ্গলবার দুপুর আড়াইটায় জ্যাক মাকে বহনকারী বিশেষ ফ্লাইটটি ত্রিভূবন বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশানে একটি বিলাসবহুল হোটেলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অব সেলস মো. ওয়ালিদ শামীম গত রোববার জ্যাক মার সঙ্গে একটি গ্রুপ ছবি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন- ঢাকা সফরে জ্যাক মাকে স্বাগত জানানো ছিল অত্যন্ত সম্মানের ব্যাপার।

স্পষ্টত ওই হোটেলেই উঠেছিলেন জ্যাক মা। এদিকে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট বলেছে- খুব কম কর্মকর্তাই জ্যাক মা’র সফর সম্পর্কে জানতেন। জ্যাক মা নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল এবং অর্থমন্ত্রী প্রকাশ শরণ মাহাতর সঙ্গে দেখা করার জন্য আগেই অনুরোধ পাঠিয়েছিলেন।