ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ঈদ-পরবর্তী দ্বিতীয় কর্মদিবসে পুঁজিবাজারে দরপতন

ঈদ-পরবর্তী দ্বিতীয় কর্মদিবসে পুঁজিবাজারে দরপতন

বস্ত্র ও খাদ্য খাতের কিছু কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বাকি সব খাতের শেয়ারের দাম কমেছে। তাতে ঈদ পরবর্তী দ্বিতীয় কর্মদিবস গতকাল সোমবার পুঁজিবাজারে দরপতন হয়েছে। কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও সূচক। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর ফলে গত দুই কর্মদিবস পুঁজিবাজারে নেতিবাচক প্রবণতায় লেনদেন হলো।

গতকাল দিনের প্রথম দুই ঘণ্টা সূচক ওঠানামার মধ্যদিয়ে লেনদেন চললেও শেষ আড়াই ঘণ্টা লেনদেন হয়েছে শেয়ার বিক্রির চাপের মধ্যদিয়ে। এতেই দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১২ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩০ পয়েন্ট। ডিএসইর তথ্য মতে, আজ বাজারটিতে ৩৭১ প্রতিষ্ঠানের মোট ১৯ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৫৫৩ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে।

এতে লেনদেন হয়েছে ৬৭৯ কোটি ৭৩ লাখ ২৬ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৫১৫ কোটি ৭৭ লাখ ৯৩ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে।

এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫০টির।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত