যুক্তরাজ্যভিত্তিক বিশ্বব্যাপী সুপরিচিত আর্থিক ও ব্যবস্থাপনাবিষয়ক প্রকাশনা এশিয়ামানি ইস্টার্ন ব্যাংক লি. (ইবিএল)-কে বাংলাদেশের সেরা দেশীয় ব্যাংক ২০২৩ স্বীকৃতি প্রদান করেছে। এ নিয়ে উপর্যুপরি তৃতীয়বার ইবিএল এই সম্মাননা লাভ করল। প্রায় সব বিচারেই এ সময়টিতে ইবিএলের পারফরম্যান্স ছিল দেশের ব্যাংকিং শিল্পে উল্লেখযোগ্য। ব্যাংকটির নেট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৯.৭৩ শতাংশ, আগের বছরের তুলনায় সম্পদ বেড়েছে ১৭.৩০ শতাংশ, টিয়ার ওয়ান মূলধন বৃদ্ধি পেয়েছে ১৪.৫৬ শতাংশ, রিটার্ন অন ইকুইটির প্রবৃদ্ধি ১৫.৪৬ শতাংশ। একই সময় নন-পারফর্মিং ঋণের অনুপাত ২.৭৮ শতাংশ এ নেমে এসেছে, যা ২০২১ সালে ছিল ৩.৭০ শতাংশ। এশিয়ামানি পুরস্কার প্রদানের ক্ষেত্রে সিনিয়র সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি টিম আবেদনকারীদের সব তথ্য-উপাত্ত বিবেচনা করে থাকে। উপরন্তু, বিজয়ীদের নির্বাচনের জন্য এডিটরিয়াল কমিটি সংশ্লিষ্ট দেশের ব্যাংকিং এবং পুঁজিবাজারও বিশ্লেষণ করে।