বন্ড লাইসেন্সের মেয়াদ বাড়াল : এনবিআর
ইপিজেডের প্রতিষ্ঠান
প্রকাশ : ০৫ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) সরাসরি রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের জন্য বন্ড লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে তিন বছর করেছে এনবিআর। আগে এর মেয়াদ দুই বছর ছিল। বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা, ২০০৮ সংশোধন করে এ মেয়াদ বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। আর জেনারেল বন্ড লাইসেন্সের মেয়াদ দুই বছর অপরিবর্তিত রাখা হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে। বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা অনুযায়ী আগে সব ধরনের প্রতিষ্ঠানের জন্য লাইসেন্সের মেয়াদ ছিল ২ বছর। ইপিজেডের বাইরের প্রতিষ্ঠানের জন্য বন্ডেড লাইসেন্সের মেয়াদ দুই বছরই থাকছে। একই সঙ্গে সব ধরনের প্রতিষ্ঠানের লাইসেন্সের ক্ষেত্রে আগের মতোই প্রতিবছর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অডিট শেষ করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে তৈরি পোশাক শিল্পের সক্ষমতা, প্রবৃদ্ধি বজায় রাখা ও ব্যবসা সহজ করতে বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ানোর প্রস্তাব করেছিল বিজিএমইএ। বাজেট প্রস্তাবেও সবার জন্য বন্ড লাইসেন্সের মেয়াদ তিন বছর করার দাবি ছিল সংগঠনটির; কিন্তু নবায়নের মেয়াদ দুই বছর এবং প্রতিবছর অডিট করা বাধ্যতামূলক করায় হয়রানি বৃদ্ধির আশঙ্কা করছেন ব্যবসায়ী নেতারা। এ বিষয়ে বিজিএমইএ সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে ব্যবসা সহজ করার বিষয়টি সর্বাগ্রে বিবেচনায় নিতে হবে। বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ দুই বছর অপরিবর্তিত রাখায় ব্যবসায় সমস্যা হবে। আমাদের উৎপাদন খরচ বাড়বে। কারণ হিসেবে এই ব্যবসায়ী নেতা বলেন, আমাদের পেমেন্ট পেতে অনেক সময় ছয় মাস লেগে যায়। লাইসেন্সের মেয়াদ কম হলে ব্যবসায় বিরূপ প্রভাব পড়বে। এছাড়া বন্ড লাইসেন্স পাওয়া এবং নবায়নে নানা হয়রানির শিকার হতে হয়। এ ক্ষেত্রে সময়ক্ষেপণ হবে। একই সঙ্গে অডিটের ক্ষেত্রে হয়রানির আশঙ্কা প্রকাশ করেছেন এই ব্যবসায়ী নেতা।