যুক্তরাজ্যে জিএসপির চেয়েও বেশি সুবিধা পাবে বাংলাদেশ
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাজ্যে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) উঠে যাওয়ায় বাণিজ্য সম্প্রসারণে নতুন করে কোনো সুবিধা পাবে না কি শুল্ক বাধার মুখে মেইড ইন বাংলাদেশ? এমন উদ্বেগের মাঝেই বাংলাদেশ সফরে এসে গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গত মাসে কার্যকর হওয়া তাদের উদার বাণিজ্যনীতি ডিসিটিএসর আওতায় পণ্য রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের জিএসপির চেয়ে বাংলাদেশ এখন যুক্তরাজ্যে বেশি সুবিধা পাবে। নতুন এই সুবিধায় বড় শিল্পের পাশাপাশি ক্ষুদ্র-মাঝারি শিল্প বেশি সুবিধা পাবে বলেও জানান তিনি। হাডলস্টন আরো বলেন, দ্বি-পাক্ষিক বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাকের তৃতীয় বৃহত্তম ক্রেতাদেশ যুক্তরাজ্য। যার ওপর ভর করে ২০২২ সালে দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক বাণিজ্য দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড।