ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চীনা মুদ্রায় রুশ তেল কিনছে ভারত

চীনা মুদ্রায় রুশ তেল কিনছে ভারত

ভারতের তেল পরিশোধনকারী কোম্পানিগুলো রাশিয়া থেকে আমদানি করা তেলের দাম আংশিকভাবে চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দেশটির সরকারি এক সূত্র রয়টার্সকে জানিয়েছে, রাশিয়ার কিছু ব্যাংক ডলারে তেলের মূল্য নিতে চাইছে না বলে ভারতের কিছু পরিশোধনকারী কোম্পানি ইউয়ানের মতো অন্যান্য মুদ্রায় তেলের দাম পরিশোধ করছে। শুধু বেসরকারি পরিশোধনাগারগুলোই নয়, জুন মাসে প্রথম রাষ্ট্রীয় সংস্থা হিসেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন ইউয়ানে তেলের মূল্য পরিশোধ করেছে। বিষয়টির সঙ্গে সম্পৃক্ত তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য দিয়েছে। আরো দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের তিনটি বেসরকারি পরিশোধনাগারের মধ্যে দুটি পরিশোধনাগার আংশিকভাবে রাশিয়ার তেলের মূল্য চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করছে।

তবে কোনো সূত্রই নাম প্রকাশ করেননি। এছাড়া বেসরকারি পরিশোধনাগার, অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, নারায়া এনার্জি ও মিত্তাল এনার্জি লিমিটেড আর রাষ্ট্রীয় কোম্পানি ইন্ডিয়ান অয়েল এ বিষয়ে মন্তব্য করেনি। এ বাস্তবতায় রয়টার্সের পক্ষে জানা সম্ভব হয়নি যে ঠিক কী পরিমাণ তেলের মূল্য ইউয়ানে পরিশোধ করা হচ্ছে, যদিও ইন্ডিয়ান অয়েল বেশ কয়েক কার্গো তেলের দাম ইউয়ানে পরিশোধ করেছে বলে তারা জানতে পেরেছে। রাশিয়ার মতো চীনও নিজ মুদ্রা ইউয়ানের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির চেষ্টা করছে। বিশেষ করে চীনের ব্যাংকগুলো রাশিয়ার তেল ক্রয়ের ক্ষেত্রে ইউয়ানের ব্যবহার বৃদ্ধির চেষ্টা করছে। জাহাজ পরিবহনের তথ্য সংগ্রহ করে রয়টার্স জানিয়েছে, মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পর ভারত দুবাইভিত্তিক কোম্পানি ও সরাসরি রাশিয়ার কোম্পানির কাছ থেকে রুশ অপরিশোধিত তেল কিনছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত