ঢাকা ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পাকিস্তানে শেষ পর্যন্ত বেড়েছে রুপির দর

পাকিস্তানে শেষ পর্যন্ত বেড়েছে রুপির দর

দীর্ঘদিন ধরে সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি নিয়ে শেষ পর্যন্ত কিছুটা ভালো সংবাদ পাওয়া যাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ঋণ চুক্তি হওয়ার পর দেশটির মুদ্রা রুপির দর কিছুটা বেড়েছে। ঈদুল আজহা ও ব্যাংক হলিডের পর গতকাল মঙ্গলবার ডলারের দর দাঁড়ায় ২৭৩ রুপি; আজ বুধবার তা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ রুপি, যদিও গত ২৭ জুন প্রতি ডলারের দর ছিল ২৮৫ রুপি। অর্থাৎ. এক সপ্তাহে রুপির মান বেশ খানিকটা বেড়েছে। পিটিআইয়ের সূত্রে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। বিশ্লেষকেরা বলছেন, আইএমএফের সঙ্গে পাকিস্তানের স্ট্যান্ড-বাই চুক্তির কারণে দেশটির বাজারে ডলারের দর কমতে শুরু করেছে। এখন মুদ্রার দর স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাই মুখ্য বলে মনে করছেন বিশ্লেষকেরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত