বস্ত্র খাতে চমক
লেনদেন বাড়ল পুঁজিবাজারে
প্রকাশ : ০৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে লেনদেন হয়েছে ঈদ পরবর্তী সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার (৫ জুলাই) পুঁজিবাজারে। বস্ত্র খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ২ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে দশমিক ৪ পয়েন্ট। সূচক সামান্য বাড়লেও ঈদের পর পুঁজিবাজারে সর্বোচ্চ লেনদেন হয়েছে গতকাল বুধবার এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৯০ কোটি টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি টাকা। বাজার বিশ্লেষণে দেখা গেছে, বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ২৭টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তার বিপরীতে দাম কমেছে ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আর বাকি সব কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। বস্ত্র খাতের পাশাপাশি প্রকৌশল খাতের শেয়ারের দামও বেড়েছে। এ দুই খাতের শেয়ার মিলে সূচক বৃদ্ধিতে আজ ৪১ শতাংশ অবদান রেখেছে। ডিএসইর তথ্য মতে, আজ বাজারটিতে ৩৭২ প্রতিষ্ঠানের মোট ৩০ কোটি ২ লাখ ৩৪ হাজার ২৬৩টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এতে লেনদেন হয়েছে ৮৯০ কোটি ৬৯ লাখ ৭২ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬০০ কোটি ২৮ লাখ ৮৭ হাজার টাকা। অর্থাৎ, আগের দিনের চেয়ে প্রায় ৩০০ কোটি টাকা বেড়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৩টির। বিপরীতে কমেছে ১০৯টির, আর অপরিবর্তিত রয়েছে ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।