শেয়ারবাজার

বন্ড বাজার উন্নয়নে সহায়তা করতে চায় আইএমএফ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সরকারের বিভিন্ন দপ্তরকে কারিগরি সহায়তা দেওয়ার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি মিশন এখন ঢাকায়। মিশনের আওতায় পাঁচ সদস্যের একটি দল গতকাল বুধবার থেকে সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক শুরু করেছে। বৈঠকের মূল বিষয়বস্তু ছিল স্থানীয় মুদ্রায় বন্ড বাজারের উন্নয়ন। এদিকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠেয় বৈঠকে দলটি জানতে চাইবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ঠিক পথে আছে কি না। দলটির ১২ দিনের সফরের শেষ বৈঠক হবে ১৭ জুলাই। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, সচিবালয়ে গতকাল আইএমএফের দলটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেন অর্থ বিভাগ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমি শন (বিএসইসি), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। মোট চার বৈঠকে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কিত বন্ড, স্থানীয় মুদ্রায় বন্ড বাজারের উন্নয়ন, মধ্যমেয়াদি রাজস্ব কাঠামো, অভ্যন্তরীণ সঞ্চয়, সামাজিক নিরাপত্তা, টেকসই ঋণ ব্যবস্থাপনা, নগদ ঋণ ব্যবস্থাপনা, নগদ ঋণের লক্ষ্য ও ব্যবস্থাপনার নীতি এবং নগদ ও ঋণ ব্যবস্থাপনায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমন্বয় থাকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, গতকালও আইএমএফের কারিগরি দলের বৈঠক করেছে চারটি এবং এগুলো অনুষ্ঠিত হয় বাংলাদেশ ব্যাংকে। বৈঠকগুলোয় বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি শুধু অর্থ বিভাগের কর্মকর্তারা অংশ নেন। সূত্রগুলো জানায়, সকাল সাড়ে ১০টায় সূচনা বৈঠকের পরই আইএমএফের কারিগরি দল শুরু করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের আলোচনা। বাংলাদেশ এ ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করছে কী কৌশলে, কারিগরি দলটি বৈঠকে তা জানতে চেয়েছিল। এ ছাড়া লেনদেনের ভারসাম্য ও মুদ্রা বিনিময় হার ব্যবস্থাপনা, আর্থিক খাতের স্থিতিশীলতা, সঞ্চয়, মুদ্রানীতি পরিচালনা ও বাস্তবায়ন নিয়েও আলোচনা করে আইএমএফের দল। ইসলামি ধারার ব্যাংকগুলো তারল্য ব্যবস্থাপনা কীভাবে করছে, সুদের হার বৃদ্ধির কাজ কত দূর এগোল, কল মানি মার্কেটের হাল কী, মুদ্রা বাজারে আন্তব্যাংক বাণিজ্য ও তারল্যেরইবা অবস্থা কী- এসব বিষয় জানতে চাইবে কারিগরি দলটি। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় এ দুই দিন কোনো বৈঠক নেই। বৈঠক শুরু হবে আবার আগামী রোববার থেকে। আইএমএফের সাবেক কর্মকর্তা ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, আইএমএফের এবারের দলটি এসেছে মূলত বন্ড মার্কেটের উন্নয়ন নিয়ে কথা বলতে। সফর শেষ করে যাওয়ার সময় তারা একটা প্রতিবেদন দেবে।