ভারতে অপরিশোধিত তেল সরবরাহে সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে রাশিয়া। প্রভাবশালী তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, গত মে মাসে ভারতে দৈনিক ১ দশমিক ৯৬ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে রাশিয়া। সেখানে ইরাক ৮ লাখ ৩০ হাজার, সংযুক্ত আরব আমিরাত ২ লাখ ৩ হাজার এবং যুক্তরাষ্ট্র ১৩ লাখ ৮০ হাজার ব্যারেল সরবরাহ করেছে। আলোচ্য মাসে রাশিয়া থেকে তেল আমদানি ১৫ শতাংশ বেড়েছে ভারতের। অন্যদিকে, প্রতিদিন বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক সৌদি থেকে দেশটির জ্বালানি পণ্য আমদানি কমে ৫ লাখ ৬০ হাজার ব্যারেলে ঠেকেছে। ২০২১ সালের পর যা সর্বনিম্ন। আলোচিত মাসে ভারতের মোট তেল আমদানির ৪২ শতাংশই করেছে রাশিয়া। সাম্প্রতিক বছরগুলোতে যেকোনো দেশের তুলনায় যা বেশি। যেখানে ওপেকভুক্ত দেশগুলো সবাই মিলে করেছে ৩৯ শতাংশ। গত মাসে ভারতে দৈনিক মোট ১ দশমিক ৮ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ করেছে ওপেকভুক্ত দেশগুলো। গত এপ্রিলে যা ছিল ২ দশমিক ১ মিলিয়ন ব্যারেল। রিয়েল-টাইম এনার্জি কার্গো ট্র্যাকার ভোরটেক্সার এক রিপোর্টে এসব তথ্য পাওয়া গেছে।