রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রাশিয়ার শস্য রপ্তানি

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১২ মাসে রাশিয়া থেকে বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ শস্য রপ্তানি হয়েছে বলে জানিয়েছেন দেশটির কৃষিমন্ত্রী দিমিত্রি পাত্রুশেভ। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান সংবাদমাধ্যম আরটি। এতে বলা হয়, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা বিশ্ব। তবে চলমান নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেই ২০২২ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত রাশিয়া বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ শস্য সরবরাহ করেছে। কিন্তু এসব শস্যের সিংহভাগই সরবরাহ করা হয়েছে বন্ধুপ্রতিম দেশগুলোতে। পাত্রুশেভ জানান, ২০২২-২৩ কৃষি বছরে (জুলাই-জুন) রাশিয়া থেকে রেকর্ড পরিমাণ শস্য বিশ্ববাজারে রপ্তানি করা হয়েছে, যার পরিমাণ দাঁড়িয়েছে ৬০ মিলিয়ন টনে। এর মাধ্যমে রাশিয়ার রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তিনি আরো বলেন, মস্কোর ওপর দেয়া পশ্চিমা নিষেধাজ্ঞাকে সমর্থন করেনি, এমন দেশগুলোতে রপ্তানি বাড়ানো হয়েছে। বর্তমানে চীন, তুরস্ক, মিশর, বাংলাদেশ, আলজেরিয়া, পাকিস্তানসহ বেশকিছু দেশে মোট রপ্তানির প্রায় ৮৭ শতাংশ শস্য রপ্তানি করা হচ্ছে। উল্লেখ্য, রাশিয়া গত বছর রেকর্ড পরিমাণ শস্য সংগ্রহ করেছে।