পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন যশোরের কৃতি সন্তান আমজাদ হোসেন খান। ৯ জুলাই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের পরিচালক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংকের আইন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। আমজাদ হোসেন খান ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের পরিচালক জনাব মো. আলী আকবর ফরাজী। একই তারিখে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা বিনিয়োগ বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশন প্রজেক্ট (এফডিআইপিপি) এবং বাংলাদেশ ব্যাংক, বরিশাল অফিসে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া, তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে পরিচালক ও অনুষদ সদস্য হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।