সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ জুলাই) ভার্চুয়াল প্লাটফর্মে এজিএমটি অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। সভায় ব্যাংকের নাম সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিবর্তে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদুর রহমান, পরিচালকবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, শরী’আহ সুপারভাইজরী কমিটির চেয়ারম্যান, বিভিন্ন বিধিবদ্ধ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ ও উল্লেখযোগ্য শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন। এছাড়াও সভায় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় উপস্থিত ছিলেন।