ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

শেয়ারবাজার

মোবাইল অ্যাপে লেনদেনে গুনতে হবে অগ্রিম ফি

মোবাইল অ্যাপে লেনদেনে গুনতে হবে অগ্রিম ফি

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ ব্যবহার করতে এখন থেকে ফি দিতে হবে। ব্যবহারকারীদের থেকে মাসে ১২৫ টাকা করে চার্জ নেবে ডিএসই। সম্প্রতি এক বৈঠকে ডিএসইর পরিচালনা পর্ষদ খরচ কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে। গত বুধবার স্টক ব্রোকারদের কাছে পাঠানো ডিএসইর চিঠি থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, ডিএসই মোবাইল অ্যাপের নতুন ব্যবহারকারীকে চলতি জুলাই মাস থেকে ১২৫ টাকা মাসিক চার্জ দিতে হবে। তবে যারা আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছেন তাদের আগামী ডিসেম্বর পর্যন্ত এই ফি দিতে হবে না। অ্যাপটি ব্যবহার করতে ব্রোকারেজ হাউসগুলোকে ডিএসই থেকে সংযোগ নিতে হবে। এরপর ওই হাউসের অধীনে নিবন্ধন করে ব্যবহারকারীরা অ্যাপটি চালাতে পারবেন। ২০১৬ সালে ডিএসই অ্যাপটি চালু করে। এতদিন কোনো খরচ ছাড়াই এর পরিষেবা নেওয়া গেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত