দিনভর সূচক উঠানামার মধ্যদিয়ে সপ্তাহের পঞ্চম ও শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার পুঁজিবাজারে লেনদেন হয়েছে। বস্ত্র, ওষুধ এবং প্রকৌশল খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। এদিন সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। ফলে মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার টানা তিনদিন পুঁজিবাজারে সূচকের উত্থান হলো। তবে তার আগের দুদিন রবি ও সোমবার দরপতন হয়েছিল। তিন খাতের মধ্যে এদিন প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৬টির তার বিপরীতে কমেছে ৫টির। বাকি সব শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪টির। তার বিপরীতে কমেছে ৯টির আর অপরিবর্তিত রয়েছে বাকি কোম্পানির শেয়ার। একইভাবে ওষুধ খাতের ৪৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩টির, তার বিপরীতে কমেছে ৩টি কোম্পানির শেয়ার।