ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

একসঙ্গে সব বিনিয়োগ সেবা মিলবে বিডার ‘অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে’

একসঙ্গে সব বিনিয়োগ সেবা মিলবে বিডার ‘অনলাইন ওয়ান স্টপ সার্ভিসে’

একসঙ্গে সব বিনিয়োগ সেবা নিতে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) ব্যবহার করার জন্য বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। গতকাল বৃহস্পতিবার রংপুরের আরডিআরএস মিলনায়তনে বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সার্বিক কার্যক্রম অবহিতকরণ সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া। কর্মশালায় সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য মোহসিনা ইয়াসমিন, রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজিজুল ইসলাম মিন্টু, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু, রংপুর ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট আখতার জামান আরশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত