ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব পেলেন প্রথম কোনো নারী

অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব পেলেন প্রথম কোনো নারী

রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া প্রথমবারের মতো কোনো নারীকে গভর্নর নিয়োগ দিয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ৬৩ বছরের ইতিহাসে আর কোনো নারীকে এই দায়িত্ব দেওয়া হয়নি। গত শুক্রবার আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। অস্ট্রেলিয়া কেন্দ্রীয় ব্যাংকের প্রথম গভর্নর এই নারীর নাম মিশেল বুলক। তিনি সেপ্টেম্বরে বিদায়ী গভর্নর ফিলিপ লোয়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। বুলক শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেয়ে আমি খুব সম্মানিত বোধ করছি। এই পদে দায়িত্ব পালন করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে আমাদের শক্তিশালী নির্বাহী দল এবং বোর্ড আমাকে সহায়তা করবে বলে আমি আশাবাদী। প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বুলককে অসামান্য অর্থনীতিবিদ এবং নেতা হিসেবে অভিহিত করেছেন। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ ইংল্যান্ড থেকে স্নাতক পাস করেন বুলক। পরের বছর তিনি অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন। এরআগে তিনি ব্যাংকটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত