বেতন বৃদ্ধি চান পোশাক শ্রমিকরা

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের মাঝে মধ্যেই বিক্ষোভ করতে দেখা যায়। পরে মীমাংসা হলেও স্থায়ী সমাধান দেখা যায় না। এবার পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করতে দাবি জানিয়েছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। গত শুক্রবার (১৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় শ্রমিকদের জন্য দাবি তুলে ধরেন প্রতিষ্ঠানটির নেতারা। গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার বলেন, দেশের বৃহত্তর খাত এটি। কিন্তু দীর্ঘদিন ধরে শ্রমিকরা স্বল্পমূল্যে শ্রম দিয়ে যাচ্ছেন। যাতে অধিকার লঙ্ঘিত হচ্ছে শ্রমিকদের। বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে, ফলে শ্রমিকদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বলেন, সরকার ২০১৮ সালের সেপ্টেম্বরে নিম্নতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করে। কিন্তু আট হাজার টাকা মজুরি দিয়ে জীবনযাপন করা অসম্ভব। এজন্য তাদের জীবনমানের কথা বিবেচনা করে ২৩ হাজার টাকা মজুরি নির্ধারণ করা হোক।