আরজেএসসির গেজেট প্রকাশ

কোম্পানি নিবন্ধনের ব্যয় বাড়ল

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

কোম্পানি নিবন্ধনসংক্রান্ত ৩৬ ধরনের সরকারি সেবায় ফি ২ থেকে ৫ গুণ পর্যন্ত বাড়ানো হয়েছে। এছাড়া তিনটি সেবায় নতুন করে ফি আরোপ করা হয়েছে। তবে ২২ ধরনের সেবায় ফি আগের মতোই রাখা হয়েছে। একই সঙ্গে একটি বিশেষ ধরনের সেবার ওপর থেকে ফি দেওয়ার প্রথা বিলুপ্ত করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) তাদের ৬৬ ধরনের সেবা দেওয়ার বিপরীতে আরোপিত ফি হার সম্প্রতি হালনাগাদ করে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। কোম্পানি নিবন্ধনের আবেদন ফি ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫ হাজার টাকা করা হয়েছে। ফার্মের নামে ও প্রধান কারবারের স্থানের পরিবর্তন রেকর্ড করার ফি ২০০ থেকে ৫০০ টাকা। ফার্মের রদবদল বা বিলুপ্তি লিপিবদ্ধ করার ফি ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। ভুল সংশোধন ফি ২০০ থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়। সোসাইটি নিবন্ধনের ক্ষেত্রে ফি ১০ হাজার থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করা হয়েছে। দলিল নথিভুক্তকরণে দিতে হবে ৪০০ টাকার স্থলে ৮০০ টাকা। দলিলাদি পরিদর্শনে ২০০-এর জায়গায় ৪০০ টাকা। নিবন্ধন সনদের অনুলিপি পেতে দিতে হবে ৫০০ টাকা। আগে এর ফি ছিল ২০০ টাকা। দলিলের কপি পেতে বা অংশবিশেষের জন্য প্রতি ১০০ শব্দের জন্য দিতে হবে ১০ টাকা। এ ক্ষেত্রে সর্বনিম্ন ফি হার ২০০ টাকার পরিবর্তে করা হয়েছে ৫০০ টাকা। সোসাইটির নামের ছাড়পত্র নেওয়ার খরচ দ্বিগুণ করে ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।