ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

লোকসানে ইলন মাস্ক

লোকসানে ইলন মাস্ক

টুইটারের নগদ প্রবাহ এখনো নেতিবাচক রয়ে গেছে। কারণ, বিজ্ঞাপন থেকে আয় ৫০ শতাংশ কমেছে। পাশাপাশি ব্যাপক দেনা রয়েছে। এতে লোকসানেই রয়ে গেছে সোশ্যাল মিডিয়াটি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। গত শনিবার টুইটারের মালিক বিশ্ববিখ্যাত মার্কিন ধনকুবের ইলন মাস্ক এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত মার্চে তার প্রত্যাশা পূরণ হয়নি। তবে জুনে টুইটারের নগদ প্রবাহ ইতিবাচক হতে পারে। পুনঃপুঁজিকরণের পরামর্শের জবাবে ইলন মাস্ক এক টুইটে বলেন, আমাদের অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়ার আগে ইতিবাচক নগদ প্রবাহে পৌঁছাতে হবে। গত অক্টোবরে টুইটার অধিগ্রহণ করেন ইলন মাস্ক। পরে প্রতিষ্ঠানটির নগদ প্রবাহ ইতিবাচক করতে একাধিক পদক্ষেপ নেন তিনি। নানা খাতে খরচ কমিয়ে দেন। সেই সঙ্গে কর্মী ছাঁটাই করেন। টুইটারের দায়িত্ব নেয়ার পরই হাজার হাজার কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। পাশাপাশি ক্লাউড পরিষেবা বিল হ্রাস করেন তিনি। মার্কিন ধনকুবের বলেন, ২০২৩ সালে অনুমিত ৪ দশমিক ৫ বিলিয়ন থেকে ঋণ বহির্ভূত ব্যয় ১ দশমিক বিলিয়ন ডলার কমেন। ২০২৩ সালে ৩ বিলিয়ন ডলার রাজস্ব করেছিল টুইটার। ২০২১ সালে যা ছিল ৫ দশমিক ১ বিলিয়ন ডলার। ফলে দিন দিন প্রতিষ্ঠানটির আয় কমছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত