ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

এফবিসিসিআই নির্বাচন

প্রার্থিতা ফিরে পেলেন ২৭ জন

প্রার্থিতা ফিরে পেলেন ২৭ জন

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচনে কর ও ঋণ খেলাপি এবং অন্যান্য অনিয়মের কারণে প্রার্থিতা বাতিল হওয়াদের মধ্যে ২৭ জন তা ফিরে পেয়েছেন।সংগঠনের পরিচালক হতে আগ্রহী ব্যবসায়ীদের মধ্যে ৩২ জনের মনোনয়নপত্র এর আগে বাতিল করা হয়েছিল। তাদের মধ্যে ৩০ জন প্রার্থীতা ফিরে পেতে আবেদন করলে তিনজন ছাড়া সবাই তা ফিরে পেয়েছেন।প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে ১৮ জন দুই ক্যাটাগরিতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন; বাকিদের মনোনীত করেছে সরকার।শনিবার রাতে আপিল নিষ্পত্তির বিষয়টি চূড়ান্ত করে নির্বাচনী আপিল বোর্ড।এ বোর্ডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলামিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাদ পড়াদের মধ্যে যারা ব্যাংক ও এনবিআর থেকে অনাপত্তি নিয়ে আসতে পেরেছেন তাদের প্রার্থিতা ফিরিয়ে দেওয়া হয়েছে।

আপিল বোর্ডের সাচিবিক কাজে যুক্ত একজন কর্মকর্তা জানান, যারা আপিল করেছিলেন তাদের মধ্যে তিনজন ছাড়া বাকি সবাই প্রার্থিতা ফিরে পেয়েছেন।এফবিসিসিআইর পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৩১ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।আগামী ১৯ জুলাইয়ের মধ্যে কেউ প্রার্থিতা প্রত্যাহার না করলে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপের সমানসংখ্যক ২৩টি পদে ভোট হবে।নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামছুল আলম বিডিনিউজ বলেন, “আপিল শেষে অ্যাসোসিয়েশন গ্রুপে এখন প্রতিদ্বন্দ্বীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ জনে। আর চেম্বার গ্রুপে ২৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলেই এখন পর্যন্ত সংশ্লিষ্টদের ভাষ্য।চেম্বার গ্রুপ থেকে ৪৬৯ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৯৯০ জন এবার ভোট দেবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত