ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিবিএসের জরিপ

ইন্টারনেট ব্যবহার করে ৪৪ শতাংশ মানুষ

ইন্টারনেট ব্যবহার করে ৪৪ শতাংশ মানুষ

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত ১০ বছরে বেড়ে সাত গুণ হয়েছে। বর্তমানে ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যা ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএসের) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক জরিপ প্রতিবেদনে গত সোমবার প্রকাশ করা হয়। এ উপলক্ষ্যে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। আরো বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জরিপ প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোন ব্যবহার করেন ৯৭ দশমিক ৯ শতাংশ মানুষ। এর মধ্যে স্মার্টফোন ৬৩ দশমিক ৩ শতাংশ, রেডিও ১৪ দশমিক ৯ শতাংশ, টেলিভিশন ৬২ দশমিক ২ শতাংশ এবং কম্পিউটার ৮ দশমিক ৯ শতাংশ, ল্যান্ডফোন শূন্য দশমিক ৭ শতাংশ পরিবার ব্যবহার করে। থানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ দশমিক শূন্য শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ। খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ। কম্পিউটার ব্যবহারকারীর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ। মোবাইল ফোন ৯০ দশমিক ৫ শতাংশ ও কম্পিউটার ৭ দশমিক ৯ শতাংশ। নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তির হার ৬৩ দশমিক ৮ শতাংশ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, স্মার্ট মোবাইলসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এটা উন্নয়নের জন্য খুব ভালো খবর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত