ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

চীনে যুব বেকারত্বের হার ২১ দশমিক ৩ শতাংশ

চীনে যুব বেকারত্বে রেকর্ড

চীনে যুব বেকারত্বে রেকর্ড

চীনের শহুরে জনপদে ১৬ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে বেকারত্বের হার রেকর্ড ছুঁয়েছে। জুনে এই হার ছিল ২১ দশমিক ৩ শতাংশ। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে বিবিসি এ তথ্য জানিয়েছে। গত সোমবার (১৭ জুলাই) পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্য বলছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে অর্থাৎ এপ্রিল থেকে জুনে বিশ্বের এই দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে শূন্য দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে বার্ষিক ভিত্তিতে দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনীতি ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা বছরের প্রথম প্রান্তিকের প্রবৃদ্ধি ছাড়িয়ে গেছে। যদিও এ প্রবৃদ্ধি বিশ্লেষকদের প্রত্যাশা অনুসারে হয়নি। বিশ্লেষকরা বলছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির এই দুর্বল গতির কারণে দেশটি শিগগিরই অর্থনীতিকে চাঙা করতে নতুন পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিতে পারে। এ বিষয়ে বিনিয়োগ সংস্থা ভ্যানগার্ডের এশিয়া প্যাসিফিকের প্রধান অর্থনীতিবিদ কিয়ান ওয়াং বিবিসিকে জানিয়েছেন, অর্থনীতির প্রবৃদ্ধি প্রত্যাশা মোতাবেক না হওয়ার বিষয়টি চীনে খুচরা পণ্য বিক্রয় এবং আবাসন খাতে বিশেষভাবে স্পষ্ট। আগে প্রকাশ্যে আসা দেশটির বাণিজ্য, মূল্যস্ফীতি এবং ক্রেডিট রিপোর্টের সঙ্গে মিলিয়ে পর্যালোচনা করলে বোঝা যায়, দেশটির অন্তর্নিহিত প্রবৃদ্ধির গতি এখনো খুব দুর্বল। বিবিসি প্রতিবেদনে জানিয়েছে, চীনা পণ্যের বৈশ্বিক চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি স্থানীয় সরকারের ঋণ এবং আবাসন খাত নিয়ে উদ্বেগ বিরাজ করছে। এদিকে চীনের তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রগুলো অর্থনীতিবিদরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন। কারণ, চলতি বছর রেকর্ড ১১ দশমিক ৫৮ মিলিয়ন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে চাকরির বাজারে প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। দেশটির শহরাঞ্চলের যুবকদের মধ্যে বেকারত্বের হার কয়েক মাস ধরেই বাড়ছে। চাকরিতে প্রয়োজনীয় কর্মদক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জন করা শিক্ষার মধ্যে ব্যাপক ফারাক থাকায় বেকারত্ব বাড়ছে বলে জানিয়েছে বিবিসি। যুব বেকারত্বের হার সামনের মাসগুলোয় আরো বাড়বে উল্লেখ করে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, আগস্টের কাছাকাছি সময়ে এটি রেকর্ড উচ্চতায় পৌঁছাবে। হ্যাং সেং ব্যাংক চায়নার প্রধান অর্থনীতিবিদ ড্যান ওয়াং বলেছেন, চীনের শহরাঞ্চলে সম্ভাব্য কর্মশক্তির মাত্র ১ দশমিক ৪ শতাংশ বেকার যুবক। বেকারত্বের এই বিষয়ে আরো সরাসরি নীতিগত পদক্ষেপ প্রয়োজন। কারণ, অনলাইনে এই বয়সিরা বেশ সোচ্চার। আর বর্তমান পরিস্থিতি নিয়ে তাদের অসন্তোষ অভিব্যক্তি পুরো অর্থনীতিতে আস্থার ব্যাপক কারণ হতে পারে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে চীন যুব বেকারত্বের পরিসংখ্যান প্রকাশ করা শুরু করেছে। তবে এই পরিসংখ্যানে গ্রামীণ এলাকার যুবকদের কর্মসংস্থানের অবস্থার তথ্য অন্তর্ভুক্ত থাকে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত