ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কর্পোরেট

‘আমি বীরাঙ্গনা বলছি’ মঞ্চায়ন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক

‘আমি বীরাঙ্গনা বলছি’ মঞ্চায়ন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক

নারী গ্রাহক ও ছাত্রছাত্রীদের জন্য ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের মঞ্চায়ন আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। দীর্ঘকাল ধরে একটি গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম হিসেবে স্বীকৃত, নীলিমা ইব্রাহিমের মাস্টারপিস ‘আমি বীরাঙ্গনা বলছি’ নারীদের উপর যুদ্ধের প্রভাব গভীরভাবে তুলে এনেছে। নীলিমা ইব্রাহিমের সাহিত্যকর্মে একটি স্বাধীন জাতির জন্মের পেছনে নারীদের সাহসিকতার ভূমিকা প্রদর্শন করেছে। একটি মূল্যবোধ-ভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে, ব্র্যাক ব্যাংক দেশের শিল্প, সংস্কৃতি এবং ইতিহাসকে লালন করে এবং সমাজে তা ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে। এই থিয়েটার পারফরম্যান্সটির মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর নারীদের অদম্য মনোবল ও সহনশীলতার প্রতি সম্মান প্রদর্শন করেছে ব্র্যাক ব্যাংক।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত