টুকরো খবর
৫০ হাজার টন গম কিনতে দরপত্র আহ্বান
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
৫০ হাজার মেট্রিক টন গম কিনতে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ সরকার। গত সোমবার ইউরোপিয়ান ব্যবসায়ীরা বিষয়টি নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, মূল্য প্রস্তাব জমা দেয়ার ডেডলাইন (শেষ তারিখ) ১ আগস্ট। এবার কয়েক শর্তে গমের দরপত্র আহ্বান করা হয়েছে। সে অনুযায়ী, জাহাজ থেকে খাদ্যপণ্যটি খালাসের খরচও ঠিকাদারি প্রতিষ্ঠানকে বহন করতে হবে। চুক্তি সই হওয়ার ৪০ দিনের মধ্যে গম চালান দিতে হবে তাদের। ইসরাইল ছাড়া বিশ্বের যে কোনো দেশ থেকে তা আমদানি করতে পারবে তারা। এছাড়া চট্টগ্রাম ও মোংলা সমুদ্রবন্দর দিয়ে ভোগ্যপণ্যটি সরবরাহ করতে পারবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে গমের টেন্ডার আহ্বান করে বাংলাদেশ সরকার।