ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অবশেষে বিশ্ববাজারে চিনির দাম কমল

অবশেষে বিশ্ববাজারে চিনির দাম কমল

আন্তর্জাতিক বাজারে দর হারিয়েছে চিনি। সাম্প্রতিক সময়ে সরবরাহ ঘাটতি এবং আবহাওয়া উদ্বেগে ব্যাপক মুনাফা করেছেন ব্যবসায়ীরা। অবশেষে গত সোমবার ভোগ্যপণ্যটির দাম কমল। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম নাসডাকের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসে ইন্টারকন্টিনেন্টাল এক্সচেঞ্জে (আইসিই) আগামী অক্টোবরের অপরিশোধিত চিনির মূল্য হ্রাস পেয়েছে ১ দশমিক ৬ শতাংশ। প্রতি পাউন্ডের দাম স্থির হয়েছে ২৩ দশমিক ৯৪ সেন্টে। আগের কর্মদিবসে তা ২ সপ্তাহের মধ্যে সর্বোচ্চে উঠেছিল। সেখান থেকে ভোগ্যপণ্যটির দরপতন ঘটল। একই দিনে সাদা চিনির আগামী অক্টোবরের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ১ দশমিক ৪ শতাংশ। প্রতি মেট্রিক টনের দাম নিষ্পত্তি হয়েছে ৬৭৬ ডলার ২০ সেন্টে। ডিলাররা বলছেন, বিশ্বের অন্যতম দুই শীর্ষ উৎপাদনকারী ভারত ও থাইল্যান্ডে এল নিনো আবহাওয়ার প্রভাব পড়তে শুরু করেছে। এতে বাজারে চিনি সরবরাহের উদ্বেগ সৃষ্টি হয়েছে। তবে হঠাৎ খাদ্যপণ্যটির দাম সামান্য কমেছে। এর আগে জানা যায়, এখন বৈশ্বিক বাজারে চিনির সরবরাহ কম রয়েছে। কারণ, বিশ্বের শীর্ষ উৎপাদন অঞ্চলগুলোতে চলতি অর্থবছরে উৎপাদন ব্যাহত হয়েছে। যেজন্য বৈরী আবহাওয়া দায়ী। ফলে সাম্প্রতিক সময়ে খাদ্যপণ্যটির দাম বাড়তি আছে। সে সময় ব্যবসায়ীরা বলেন, বিশ্বের শীর্ষ উৎপাদক ব্রাজিলে আখ মাড়াই বাড়ছে। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক বাজারে সরবরাহ বাড়াতে পারে তারা। মূল্য পুনরুদ্ধারের পরিসর যা সীমিত করে দিতে পারে। এতে লাভ কম হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত