ডলারের দর মানছে না ১৩ ব্যাংক
তদন্তে বাংলাদেশ ব্যাংক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতের ১৩টি ব্যাংক ডলারের নির্ধারিত দর মানছে না বলে বাংলাদেশ ব্যাংকের তদন্তে বেরিয়ে এসেছে। এসব ব্যাংক ডলারের দর বেশি রাখছে- এমন অভিযোগের পরপরই তা রোধ করতে শক্ত অবস্থানে গিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। গভর্নরের কড়া নির্দেশ পেয়েই সংশ্লিষ্ট কর্মকর্তারা তদন্তে নেমেছেন বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে নতুন করে দেশি-বিদেশি ১৩টি ব্যাংকের নাম বেরিয়ে এসেছে। দেশীয় ব্যাংকের মধ্যে একটি সরকারি ব্যাংকসহ আগেরবার ডলারের দর কারসাজিতে অভিযুক্ত ব্যাংকের নামও রয়েছে। এর আগে, গত বছরের আগস্টে অতিরিক্ত দরে ডলার কেনা-বেচায় দেশি বিদেশি ছয় ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানকে অপসরাণ করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সময় ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের নাম বলা হয়েছিল। এবার নতুন করে যেসব ব্যাংকের নাম তালিকায় যুক্ত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, উত্তরা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক, পূবালী ব্যাংক, প্রাইম ব্যাংক এবং অগ্রণী ব্যাংক। এই বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাহুল হক কালবেলাকে বলেন, বেশকিছু ব্যাংক আন্তঃব্যাংকসহ আমদানি, রপ্তানি এবং রেমিট্যান্সে যে নির্ধারিত দর রয়েছে, তা মানছে না বলে আমরা অভিযোগ পেয়েছি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছি। প্রাথমিক তদন্তে কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পুরো তদন্ত শেষে যে ফলাফল পাওয়া যাবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত বছরের আগস্টে ডলারের দর বেশি রাখায় ব্যাংকগুলোর ট্রেজারি প্রধানদের অপসারণ করে ব্যাংকগুলোর কাছে কৈফিয়ত চেয়েছিল বাংলাদেশ ব্যাংক; কিন্তু আইনি সীমাবদ্ধতার কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে এক মাস পরে ট্রেজারি প্রধানদের পুনর্বহাল করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। তখন ব্যাংকগুলোর কাছ থেকে লিখিত নেওয়া হয়েছিল পরে কোনো অবস্থাতেই যেন ডলারের দর বাড়ানো না হয়। এর আগে, গত ৪ জুলাই আন্তব্যাংক লেনদেনে ব্যাংকগুলোকে ডলারের দর ১০৯ টাকার বেশি না নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি)।