পণ্যের ঊর্ধ্বমুখী বাজারে কমেছে গৃহস্থালি কিছু পণ্যের দাম। কাঁচামালের দাম কমায় সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের মূল্য সমন্বয় করছেন উৎপাদকরা, যাতে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতা সাধারণের। করোনা-পরবর্তী ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব পড়ে পণ্য সরবরাহ ব্যবস্থায়। ফলে কসমেটিকসসহ বাড়তে থাকে নানা গৃহস্থালি পণ্যের দাম। তবে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক। আন্তর্জাতিক বাজারে গৃহস্থালি পণ্যের কাঁচামালের দাম কমেছে। ফলে দেশের মার্কেটেও নিম্নমুখী হয়েছে সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশসহ নানা পণ্যের। কিছু পণ্যে ছাড় দেয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে পরিমাণও। এক বিক্রেতা বলেন, সাবানে কিছু ছাড় দিচ্ছে কোম্পানিগুলো।