ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

১১৫ টাকা রেটে ডলারে লেনদেন

পাঁচ তারকা হোটেলের নিয়ম লঙ্ঘন

পাঁচ তারকা হোটেলের নিয়ম লঙ্ঘন

কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া নিয়ম অমান্য করে বাংলাদেশের পাঁচ তারকা হোটেলগুলো ১১৫ টাকা রেটে ডলার লেনদেন করছে বলছে অভিযোগ করেছেন বিদেশি পর্যটকরা। বাংলাদেশে বেড়াতে আসা বেশ কয়েকজন বিদেশি অভিযোগ করেন, এসব হোটেল ডলারে পেমেন্ট নিতে অস্বীকৃতি জানাচ্ছে। এর পরিবর্তে টাকায় লেনদেন করতে চায় তারা।

এমনকি অনলাইনে রুম বুক করার ক্ষেত্রে ডলারে পেমেন্টের জন্য অনুরোধ করলে হোটেল কর্তৃপক্ষ তাতে রাজি হয়নি বলে জানান তারা। গত সপ্তাহে গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে একজন বিদেশি পর্যটক রুম বুক করেন। তিনি তার ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলারে পেমেন্ট করতে চাইলে হোটেল ডলারে পেমেন্ট নিতে রাজি হয়নি। হোটেলটি প্রাথমিকভাবে রুম বুকিংয়ের খরচ ডলারেই উল্লেখ করলেও, পেমেন্টের সময় তারা টাকা ছাড়া লেনদেন করতে রাজি হয়নি। এক্ষেত্রে প্রতি ডলারে ১১৫ টাকা রেটে পেমেন্ট নিতে জোর দেন তারা। ওই বিদেশি নাগরিক জানান, তিনি ব্যবসায়িক কাজে প্রায়ই ঢাকায় আসেন। গত কয়েক মাসের তুলনায় এবার একই রুমের জন্য তার ৭ হাজার টাকা বেশি পেমেন্ট করতে হয়েছে। গ্রাহক হিসেবে ঢাকার গুলশানে অবস্থিত পাঁচতারকা হোটেল রেনেসাঁয় যোগাযোগ করা হলে সেখানকার বুকিং অপারেটর ডলারের জন্য অতিরিক্ত রেট নেওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, হোটেল সাধারণত ডলারে পেমেন্ট গ্রহণ করে। কিন্তু কোনো গ্রাহক যদি টাকায় পেমেন্ট করতে চায় তাহলে ১১৫ টাকা রেটে ডলার হিসাব করা হয়। হোটেলটির নিজস্ব ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, ‘(হোটেলের) সব ধরনের পেমেন্ট স্থানীয় মুদ্রা টাকায় করতে হবে। এক্ষেত্রে হোটেলের মুদ্রা রূপান্তর হার অনুযায়ী পেমেন্ট হিসাব করা হবে।’ নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ব্যাংকগুলো প্রতি ডলার সর্বোচ্চ ১০৯ টাকায় ডলার লেনদেন করছে। মানি চেঞ্জাররা ব্যাংকের ডলারের রেটে ১ টাকা যোগ করে লেনদেন করতে পারেন।

তিনি বলেন, ‘হোটেলগুলো সীমিত আকারের মানি চেঞ্জার। তারা শুধুমাত্র ডলার কেনার জন্য অনুমোদিত। অর্থাৎ, তারা ডলার প্রতি সর্বোচ্চ ১১০ টাকা চার্জ করতে পারবে।’ হোটেলগুলো যদি বেশি রেটে লেনদেন করে, তাহলে তা নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন, ‘বলেন তিনি।

দেশের আরেকটি পাঁচতারকা হোটেলের প্রধান ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) বলেন, এ ধরনের রেট সারা বিশ্বে প্রচলিত। বর্তমানে বাংলাদেশের কার্ব মার্কেটে ডলার বিক্রি হচ্ছে ১১২ টাকা থেকে ১১৩ টাকায়। এছাড়া বাজারে ডলারের দর ওঠানামা করছে।’ অস্থিতিশীল ডলারের বাজার বিবেচনা করে আমরা এর রেট ১১৫ টাকা হিসাবে নিচ্ছি। শুধু আমরাই নই, বাংলাদেশের অন্যান্য পাঁচ তারকা হোটেলও একই হারে চার্জ নিচ্ছে -বলেন তিনি। এই রূপান্তর রেট কীভাবে নির্ধারণ করা হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, হোটেলগুলো নিজেরাই রূপান্তর রেট নির্ধারণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত