ভারতের রিজার্ভ আবার ৬০০ বিলিয়ন ডলার
মেটানো যাবে ১১ মাসের আমদানি ব্যয়
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
এক বছরের বেশি সময় পর ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৬০০ বিলিয়ন বা ৬০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো ভারতে বিদেশ থেকে আসা বিনিয়োগের প্রবাহ বৃদ্ধি পেয়েছে। ফলে দেশটির রিজার্ভের পরিমাণও বেড়েছে। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৪ জুলাই পর্যন্ত ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ায় (আরবিআই) বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করা হয়েছে ৬০৯ বিলিয়ন বা ৬০ হাজার ৯০০ কোটি মার্কিন ডলার। আরবিআইয়ের তথ্যে দেখা গেছে, গত এক সপ্তাহে ভারতের রিজার্ভ বেড়েছে ১ হাজার ২৭৪ কোটি ডলার। এটি গত চার মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ২০২২ সালের মে মাসে ৬০০ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ ছিল ভারতের। সে হিসাবে দীর্ঘ ১৫ মাস পর দেশটির রিজার্ভ আবার ৬০ হাজার কোটি ডলারের ঘর ছাড়াল।