গাজীপুর

তিতাসের গ্যাসলাইনে ফাটল

কারখানার উৎপাদন ব্যাহত

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় মহাসড়কের সার্ভিস লাইনে তিতাসের অফিসের পাশে ভূগর্ভস্থ গ্যাস লাইন ফেটে গ্যাস বের হচ্ছে। এমন আরো কয়েকটি স্থানে এক বছরের বেশি সময় ধরে লাইন ফেটে গ্যাস বের হওয়ায় আশপাশের শিল্পকারখানাগুলোয় গ্যাসের চাপ কমে গেছে। এতে কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে। শিল্প মালিকেরা বলছেন, তিতাস গ্যাসের স্থানীয় কার্যালয়ে বারবার অভিযোগ জানালেও তারা তা আমলে নেয়নি। গ্যাসের চাপ কম থাকায় ডিজেলচালিত জেনারেটর ব্যবহার করে উৎপাদন কার্যক্রম চালাতে হচ্ছে। এতে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে।