ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ব্রিকস নিয়ে জাপানের সঙ্গে সম্পর্কে ভাটা পড়বে না : টিপু মুনশি

ব্রিকস নিয়ে জাপানের সঙ্গে সম্পর্কে ভাটা পড়বে না : টিপু মুনশি

ব্রিকসে বাংলাদেশ যোগ দিক বা না দিক; এ নিয়ে বাংলাদেশের সঙ্গে জাপানের বাণিজ্যিক সম্পর্কে যাতে ভাটা না পড়ে সেদিকে সর্বোচ্চ জোর দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-জাপান ইকোনমিক রিলেশন্স ফর দ্য নেক্সট ফিফটি ইয়ার্স : ফর দ্য ইন্ডাস্ট্রি আপগ্রেডেশন অব বাংলাদেশ’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘জাপান জি-৭ এর সদস্য, অন্যদিকে বাংলাদেশ আগস্টে ব্রিকসের সদস্য হতে পারে। তবে বাংলাদেশ যদি ব্রিকসের সদস্য হয় তাহলে দ্বিপাক্ষিক বাণিজ্যে কী প্রভাব পড়বে- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এটি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত