মোদি সরকারের সিদ্ধান্ত
আতঙ্কে প্রবাসী ভারতীয়রা
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
অভ্যন্তরে ক্রমবর্ধমান চালের দাম নিয়ন্ত্রণে রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। এতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী ভারতয়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। স্থানীয় বাজারে হুড়োহুড়ি করে চাল কিনছেন তারা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ভারতীয়’র সংখ্যা ৪০ লাখেরও বেশি। এদের মধ্যে অনেকে ভাত ছাড়া চলতে পারেন না। বেশ কিছু মার্কিন শহরে (টেক্সাস, মিশিগান, নিউজার্সি, আলাবামা, ইলিনয়স প্রভৃতি) সোনা মাসুরি চালের চাহিদা ব্যাপক। ফলে ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় সেসব শহরের মুদি দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন তারা। খাদ্যপণ্যটি কিনতে লম্বা লাইন ধরছেন প্রবাসী ভারতীয়রা। এমনকি সেই লাইন দোকান থেকে বেরিয়ে রাস্তাতেও চলে যাচ্ছে। এ সুযোগ কাজে লাগাচ্ছেন দোকানিরা। ক্ষণে ক্ষণে চালের দাম বাড়িয়ে দিচ্ছেন তারা। ইতোমধ্যে এ সংক্রান্ত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, গাড়িতে করে কেজি কেজি চাল নিয়ে যাচ্ছেন দক্ষিণ ভারতীয়রা। অনেকে আবার এক বস্তা ভোগ্যপণ্যটি পাওয়ার জন্য হুড়োহুড়ি করছেন। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ভারতীয় প্রবাসীদের চাল কেনার হিড়িক পড়েছে কানাডাতেও। এক প্রবাসী বলেন, গত বছর গম রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছিল ভারত।