ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ের সভাকক্ষে বিআরটিসি’র বাসে ও ট্রাকে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) সিস্টেম চালুকরণের লক্ষ্যে ডাচ্-বাংলা ব্যাংকের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরটিসি’র চেয়ারম্যান জনাব মো. তাজুল ইসলাম, অতিরিক্ত সচিব। সভায় উপস্থিত ছিলেন বিআরটিসি ও ডাচ্-বাংলা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির ফলে বিআরটিসি’র বাস ও ট্রাকগুলো দ্রুত যাত্রী ও পণ্য পরিবহনে অগ্রণী ভূমিকা পালন করবে। তার বক্তব্যে এও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মূল উদ্দেশ্য হলো, সময় বাঁচানো, দুর্নীতি রোধ করা, ক্যাশলেস ও ঝুঁকিমুক্ত লেনদেন চালু।