ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সড়কের পাঁচ প্রকল্পে ব্যয় অনুমোদন

সড়কের পাঁচ প্রকল্পে ব্যয় অনুমোদন

সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন পাঁচ প্রকল্পে ৫ হাজার ৫৪ কোটি ৬৯ লাখ ১২ হাজার ১৩০ টাকা ব্যয় অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে ‘বগুড়া (জাহাঙ্গীরাবাদ) নাটোর মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)’ প্রকল্পের ডব্লিউপি-০৪ প্যাকেজের ক্রয়প্রস্তাব বাতিল করে আবার দরপত্র আহ্বানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। গতকাল বুধবার (২৬ জুলাই) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক ‘ময়মনসিংহে কেওয়াটখালী সেতু নির্মাণ প্রকল্পের ডব্লিউপি-০১ প্যাকেজের নির্মাণকাজ যৌথ উদ্যোগে চীনের সিএসসিইসি এবং বাংলাদেশের স্পেকট্রা ইঞ্জিনিয়ার্সের কাছ থেকে ২ হাজার ১৩৭ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৭২১ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত