চালে ভারতের নিষেধাজ্ঞা
খাদ্যপণ্যের দাম বৃদ্ধির শঙ্কা আইএমএফের
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অর্থ-বাণিজ্য ডেস্ক
বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। এতে বিশ্বের বিভিন্ন দেশে খাদ্যপণ্যের দাম ব্যাপক বেড়ে যেতে পারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস এ আশঙ্কা প্রকাশ করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস বলেন, ভারত সুনির্দিষ্ট কিছু চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্বজুড়ে সব খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে পারে। অবশ্যই যা বিপরীত হওয়া উচিত। গত মঙ্গলবার (২৫ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইতোমধ্যে কৃষ্ণসাগর বন্দর দিয়ে রাশিয়া ও ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি চুক্তি স্থগিত হয়ে গেছে। এতে নিশ্চিতভাবে আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব পড়বে। সেখানে ভারতের চাল রপ্তানিতে বিধিনিষেধেরও একই রকম প্রভাব পড়বে। তাতে চলতি বছর বৈশ্বিক ভোগ্যপণ্যের দর ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধি পেতে পারে। পিয়েরে-অলিভিয়ের গৌরিঞ্চাস বলেন, বর্তমান পরিবেশে এ ধরনের সীমা আরোপ বিশ্বের বাকি দেশগুলোতে খাদ্যের দামের অস্থিরতাকে বাড়িয়ে তুলতে পারে। পরিপ্রেক্ষিতে প্রতিশোধমূলক ব্যবস্থার দিকেও যেতে পারে তারা। ফলে সংকট আরো বাড়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আমরা সবসময় রপ্তানিতে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারে সবাইকে উৎসাহিত করব। কারণ, সেগুলো বৈশ্বিকভাবে ক্ষতিকর। তাই সার্বিক দিক বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব বিধিনিষেধ তুলে নেয়া প্রয়োজন।