কর্মী পাঠানোর লক্ষ্যে
ইতালির সঙ্গে স্মারক স্বাক্ষর শিগগিরই
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, ইতালিতে কর্মী পাঠানোর লক্ষ্যে শিগগিরই দেশটির সঙ্গে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর হবে। গতকাল বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীর একটি হোটেলে ডায়াসপোরা নীতি-২০২৩ বিষয়ে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, এ ব্যাপারে ইতালি সরকারের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া ইতালিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের নিয়মিত করার বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, এক বছরে প্রায় ১১ লাখ কর্মী বিদেশে গেলেও রেমিট্যান্সপ্রবাহ আশানুরূপ নয়। ইতালিতে কর্মী পাঠানোর পাশাপাশি সেখানে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বৈধ করারও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেশমুখী করার পাশাপাশি তাদের দেশে বিনিয়োগে আগ্রহী করাই এই ডায়াসপোরার লক্ষ্য বলেও জানান তিনি। এদিকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ বিশিষ্টজন ডায়াসপোরা নীতির ওপর আলোচনায় অংশ নেন। এ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই মাসের প্রথম ২১ দিনে ১৪২ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, দেশীয় মুদ্রায় (প্রতি ১ ডলার ১০৮ টাকা ৫০ পয়সা হিসাবে) যা দাঁড়ায় ১৫ হাজার ৪৭৫ কোটি টাকা। এ হিসাবে প্রতিদিন রেমিট্যান্স এসেছে গড়ে ৬ কোটি ৭৯ লাখ ডলার।