সৌদি আরবের উদ্বৃত্ত বাণিজ্য হয়েছে ৭৭৩ কোটি ডলার

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  অর্থ-বাণিজ্য ডেস্ক

চলতি বছরের মে মাসে সৌদি আরবে ৭৭৩ কোটি ডলার সমমূল্যের উদ্বৃত্ত বাণিজ্য হয়েছে, যা দেশটির ব্যবসায়িক কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি)। সংস্থাটি জানায়, চলতি বছরের মে মাসে সৌদি আরবে পণ্য আমদানি ২০ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬ হাজার ৭৭০ কোটি সৌদি রিয়ালে পৌঁছেছে, যা ২০২২ সালের একই সময়ে ছিল ৫ হাজার ৬০০ কোটি সৌদি রিয়াল। জিএএসটিএটি আরও জানায়, চলতি বছরের এপ্রিলের তুলনায় মে মাসে আমদানি ৯৮০ কোটি রিয়াল বা ১৬ দশমিক ৯ শতাংশ বেড়েছে। তবে প্রতিবেদনে আরো বলা হয়, সৌদি আরবের সামগ্রিক পণ্য রপ্তানি চলতি বছরের মে মাসে ৩২ দশমিক ১ শতাংশ কমে ৯ হাজার ৭১০ কোটি রিয়াল হয়েছে, যা ২০২২ সালের মে মাসে ছিল ১৪ হাজার ৩০০ কোটি রিয়াল।