ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশিদের জন্য সৌদির সুখবর

বাংলাদেশিদের জন্য সৌদির সুখবর

বাংলাদেশিদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করল সৌদি আরব। এবার বাংলাদেশের দক্ষ কর্মী ও বিনিয়োগে আগ্রহীদের জন্য বিশেষ সুযোগ দিতে যাচ্ছে দেশটির প্রশাসন। সৌদি আরবের বিভিন্ন বিনিয়োগ খাত (যেমন, অবকাঠামো, ভবন নির্মাণ, কৃষি, বস্ত্র, মৎস্য শিকার এবং খামার) উন্মুক্ত হতে চলেছে বাংলাদেশিদের জন্য। গতকাল মঙ্গলবার (২৫ জুলাই) আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ঢাকায় নিযুক্ত রিয়াদের রাষ্ট্রদূত এসা আল-দুহাইলান আরব নিউজকে এ তথ্য জানান। সৌদিতে ২৮ লাখ বাংলাদেশি অবস্থান করছেন উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশিরা সৌদি আরবের উন্নয়নে অংশ নিচ্ছে। সৌদির যেখানেই যাবেন বাংলাদেশিদের দেখা পাবেন। তাদের অনেকেই সৌদি আরবের প্রতি অনুগত। তিনি শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আমাদের নতুন সব অবকাঠামো তৈরি হচ্ছে। যাদের বেশিরভাগই মেগা প্রকল্প। এগুলো পরিচালনার জন্য আমাদের বিপুল দক্ষ জনবল দরকার। আমরা বিভিন্ন সেক্টরে দক্ষ ও যোগ্য পেশাদারদের স্বাগত জানাই। রাষ্ট্রদূত আল-দুহাইলান বলেন, সৌদি আরবে যে কোনো ক্ষেত্রে বাংলাদেশি যে কেউ বিনিয়োগ করতে পারবেন। সৌদি আরবের অবকাঠামো, ভবন নির্মাণ, কৃষি, বস্ত্র, মৎস্য শিকার এবং খামারের মতো অসংখ্য বিনিয়োগ খাত রয়েছে।

তিনি আরো জানান, বাংলাদেশি শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের প্রতিনিধি দলটি চলতি মাস কিংবা আগস্টে সৌদি আরব সফর করবেন। সৌদি আরবের চেম্বার অব কমার্সের সঙ্গে বৈঠক করবেন তারা। এছাড়া সৌদি আরবে বাজার সমন্ধেও ধারণা নিবেন তারা। চলতি বছরের শুরুতে বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের কর্মী নিয়োগ ও দক্ষতা যাচাইকরণ প্রকল্প স্বাক্ষর করে। তখনই রাষ্ট্রদূত পূর্বাভাস দিয়েছিলেন যে এই প্রকল্পের কর্মীদের বেতন অন্যান্য সাধারণ কর্মীদের তুলনায় বেশি হবে। বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহের অন্যতম প্রধান উৎস সৌদি আরব। দেশটিতে দক্ষ শ্রমিকের বেতন আধা-দক্ষ বা অদক্ষ শ্রমিকদের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত