আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৩-২৫ মেয়াদে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন-বিকেএমইএ’র সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম সেলিম ওসমান। এ নিয়ে তিনি টানা সপ্তমবার বিকেএমইএ’র পরিচালনা পর্ষদে সভাপতি নির্বাচিত হলেন। গত মঙ্গলবার (২৫ জুলাই) বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে ২০২১-২৩ মেয়াদে দায়িত্ব গ্রহণকারী নেতাদের নাম ঘোষণা করা হয়। গত বুধবার (২৬ জুলাই) প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ২০২৩-২৫ মেয়াদে আগামী ২ বছরের জন্য আবারও মোহাম্মদ হাতেমকে নির্বাহী সভাপতি, মনসুর আহমেদ সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে নির্বাচিতদের মধ্যে রয়েছেন ফজলে শামীম এহসান, অমল পোদ্দার, গাওহার সিরাজ জামিল, মোরশেদ সারোয়ার সোহেল সহ-সভাপতি (অর্থ), আখতার হোসেন অপূর্ব ও মোহাম্মদ রাশেদ। গত ২০ জুলাই মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত দিনে সেলিম ওসমানের নেতৃত্বে বিকেএমইএ পরিচালনা পর্ষদের নির্ধারিত পদের বিপরীতে সমানসংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ করেন সম্মিলিত নীট ফোরামের প্রার্থীরা।