জাপান সরকারের গ্যারান্টিতে ইউক্রেনকে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। ইউক্রেনের অর্থ মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটি।
গত বৃহস্পতিবার এই অর্থ পাওয়ার বিষয়টি এক ঘোষণায় নিশ্চিত করে ইউক্রেনের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন ট্রাস্ট ফান্ডের জন্য অ্যাডভান্সিং নিডেড ক্রেডিট ইনহ্যান্সমেন্টের মাধ্যমে কিয়েভকে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার দিয়েছে বিশ্বব্যাংক। দেশটির অর্থমন্ত্রী সের্গেই মারচেনকো জানান, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং জনগণের সামাজিক নিরাপত্তা জোরদারে এই অর্থ ব্যবহার করা হবে। মূলত জাপান সরকারের গ্যারান্টিতে ইউক্রেনকে এই ঋণ দিয়েছে বিশ্বব্যাংক। এ বিষয়ে মারচেনকো বলেন, ‘ইউক্রেনকে অবিচ্ছিন্ন সমর্থনের জন্য জি-৭ এর প্রেসিডেন্সিতে থাকা জাপান সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। পাশাপাশি আমরা বিশ্বব্যাকের কাছেও কৃতজ্ঞ।’ প্রতিবেশী দেশ রাশিয়ার ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাজেন্সির মাধ্যমে কিয়েভ ৫৮১ মিলিয়নেরও বেশি আর্থিক সহায়তা পেয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মতে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ বিশ্বব্যাংকের অ্যাডভান্স তহবিলের মাধ্যমে সরাসরি বাজেট সহায়তার জন্য টোকিও থেকে আরো ২ বিলিয়ন ডলার পাওয়ার আশা করছে। এদিকে গত সপ্তাহে ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, তারা ইউক্রেনের জন্য আরো ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে। এই অর্থ দিয়ে দেশটির সরকারি কর্মচারীদের বেতন এবং পেনশন দেয়া হবে। পাশাপাশি যুদ্ধের কারণে সবচেয়ে ঝুঁকিতে থাকা ইউক্রেনীয়দেরও সহায়তা করতে এ অর্থ ব্যয় করবে বিশ্বব্যাংক।