দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত জিরার শুল্কায়ন মূল্য দ্বিগুণ করা হয়েছে। এতে গত ৫ দিন ধরে বন্দর থেকে মশলাজাতীয় পণ্যটি খালাস নেয়া বন্ধ রেখেছেন আমদানিকারকরা। কাস্টমসের দাবি, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনায় শুল্কায়ন মূল্য বাড়ানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এতে জিরার দাম আরো বাড়বে। এরইমধ্যে যা বেড়েই চলেছে।
সপ্তাহের ব্যবধানে কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০০ টাকা। ফলে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গত শনিবার সরেজমিন দেখা গেছে, বাজারের সব মশলার দোকানেই জিরার সরবরাহ ভালো রয়েছে। তবু দাম বাড়তি। বর্তমানে প্রতি কেজি জিরা ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। ১ সপ্তাহ আগে যা ছিল ৯০০ টাকা।