ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে বিনিয়োগ বাতিল করতে চায় চীন

ভারতে বিনিয়োগ বাতিল করতে চায় চীন

ভারতে কারখানা করতে চেয়েছিল চীনের বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি। কিন্তু তাদের প্রস্তাব নিয়ে নয়াদিল্লির নিরীক্ষার মুখে পড়ায় বিওয়াইডি ভারতীয় অংশীদারকে বলেছে, এই বিনিয়োগ প্রকল্প তারা বাতিল করতে চায়। এ আলোচনার সঙ্গে সম্পৃক্ত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। চলতি বছরের এপ্রিলে বিওয়াইডি ও ভারতের মেঘা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে ১০০ কোটি ডলার ব্যয়ে এ কারখানা নির্মাণের প্রস্তাব দিয়েছিল। কিন্তু ভারতের তিনটি মন্ত্রণালয় প্রস্তাবের প্রাথমিক পর্যালোচনায় প্রকল্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সেই সঙ্গে প্রকল্পের বিরোধিতাও করেছে তারা। এ পরিস্থিতিতে বিওয়াইডি গত সপ্তাহে মেঘা ইঞ্জিনিয়ারিংকে বলেছে, তারা এ বিনিয়োগ প্রকল্প বাদ দিতে চায়।

এ প্রকল্পের সঙ্গে জড়িত দুটি সূত্র রয়টার্সকে আরো জানিয়েছে, বিইওয়াডি বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাববে কি না, তা এখনো পরিষ্কার নয়। আবার গত বৃহস্পতিবার পর্যন্ত বিওয়াইডি আনুষ্ঠানিক এ প্রস্তাব তুলেও নেয়নি। গত সপ্তাহে ইকনোমিক টাইমসের সূত্রে রয়টার্স জানায়, বৈদ্যুতিক গাড়ি কোম্পানি বিওয়াইডি ভারতে কারখানা করতে ১০০ কোটি ডলার বিনিয়োগের যে প্রস্তাব দিয়েছিল, দেশটির কেন্দ্রীয় সরকার তা বাতিল করে দিয়েছে। তবে রয়টার্স তখন সেই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। এদিকে বিওয়াইডি এ বিনিয়োগ প্রস্তাবের হালচাল নিয়ে রয়টার্সের কাছে মন্তব্য করতে রাজি হয়নি এবং তারা এ প্রস্তাব তুলে নেবে কি না, সে বিষয়েও কিছু বলেনি। তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে বিওয়াইডি বলেছে, তারা ১৬ বছর ধরে ভারতে আছে; তারা গাড়ি ও বৈদ্যুতিক বাস বিক্রি করছে ভারতের বাজারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত