ঢাকা ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

যে কারণে জিএসপি সুবিধা দিচ্ছে না যুক্তরাষ্ট্র

যে কারণে জিএসপি সুবিধা দিচ্ছে না যুক্তরাষ্ট্র

অর্থনৈতিক মানদণ্ডে নয় বরং রাজনৈতিক সিদ্ধান্তে বাংলাদেশকে অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) দিচ্ছে না যুক্তরাষ্ট্র। শিল্পোদ্যোক্তারা মনে করেন, এজন্যই বিশ্বের সবচেয়ে নিরাপদ পোশাক শিল্প গড়ে তোলার পরও একদশক আগে আরোপ করা ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে না। পরিবর্তনের একদশকে বিশ্বের সবচেয়ে নিরাপদ রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের মালিক এখন বাংলাদেশ। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানাপ্লাজা ধসের জের ধরে জুনের শেষ দিকে ঘোষণা আসে বাংলাদেশের জিএসপি বাতিল করছে বিশ্ব অর্থনীতির শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। সুবিধা ফিরে পেতে নিরাপদ কর্মপরিবেশ আর শ্রমিক অধিকারসহ ১৬টি সংস্কারের শর্ত দেয় মার্কিন প্রশাসন। ওই বছরই দেশের পোশাক শিল্পের সংস্কার তদারকিতে আসে ইউরোপ-আমেরিকার ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স। কয়েক বছর কাজ করে সন্তুষ্টি জানিয়ে বিদায়ও নিয়েছে জোট দুটি। এদিকে সবুজ শিল্পায়ন নিয়ে কাজ করা মার্কিন সংস্থা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তথ্য, বিশ্বসেরাসহ প্রায় ২০০টি পরিবেশবান্ধব পোশাক কারখানা রয়েছে বাংলাদেশে; যার ধারে কাছে নেই চীন, ভিয়েতনাম ভারতসহ অন্য কোনো দেশ। এমন সব অর্জনে অগ্রগতির ঝুলি ভরলেও এখনও বাস্তবায়ন হয়নি সুবিধা দেয়ার মার্কিন আশ্বাস। বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রানাপ্লাজার ঘটনা ঘটল পোশাক শিল্পে আর জিএসপি বাতিল করল অন্য শিল্পে। সুতরাং, এটি তো বোঝাই যাচ্ছিল যে এটি একটি বাহানা। এটি একটি ইস্যু, যেটিতে তারা বাংলাদেশকে চাপে ফেলার জন্য সব সময় সচেষ্ট থেকেছে। আমরা সব সময়ই এই বিষয়টি বলে এসেছি যে এটি পুরোপুরি রাজনৈতিক একটি বিষয়। এই যুক্তি থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে রাজনৈতিক সখ্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, এই ধরনের দ্বি-পাক্ষিক সুবিধার ক্ষেত্রে অর্থনৈতিক বিবেচনার পাশাপাশি দুটি রাষ্ট্রের মধ্যকার ভূ-রাজনৈতিক বিবেচনা অনেক ক্ষেত্রেই প্রাধান্য পায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত